কালীগঞ্জে ৩ দিনের ফ্রেন্ডশিপ ক্যাম্প ও বার্ষিক তাবুবাস অনুষ্ঠিত

Share Now..

\ স্টাফ রিপোটার \
কালীগঞ্জ কাশিপুর মৃত্তিকা বিলাস রিসোর্ট মাঠে উৎসাহ উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল (২ থেকে ৪ তারিখ) ৩ দিনের ফ্রেন্ডশিপ ক্যাম্প ও বার্ষিক তাবুবাস। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় ক্যাম্প ফায়ারিং ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনের এই তাবু বাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম। এ ক্যাম্পে সাবেক ও বর্তমান স্কাউটের ৭০ জন সদস্য অংগ্রহণ করেন। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সাবেক রোভার ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদের সভাপতি হিসেবে উপস্থিত থেকে তাবু বাসের সমাপনী ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঝিনাইদহ জেলা রোভারের কমিশনার ফিরোজ আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্চায় দত্ত এলটি বাংলাদেশ স্কাউট, এইক্যাম্পের ক্যাম্প চীপ কামরুজ্জামান তোতা, সবুজ বাংলা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিএম সাইদুজামান সবুজসহ আরো উপস্থিত ছিলেন ঝিনাইদ জেলার ছয় উপজেলা থেকে সাবেক ও বর্তমান স্কাউট সদস্যরা। ৩ দিনের এই তাবুবাসে সাবেক ও বর্তমান স্কাউট সদস্যরা সামাজিক কার্যক্রম, দূর্নীতি মুক্ত সমাজ গড়া ও নিজেকে চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য নানা কর্মসূচী পালন করেন। তারা স্কাউটের প্রতিষ্ঠাতা স্যার ব্যাডেন পাওলের পথ অনুসরণের আহবান জানান। অনুষ্ঠান সঞ্চলনা করেন পাবনা জেলা রোভারের সহকারী কমিশনার মাহাফুর রহমান। গত শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল থেকে এ মহাতাবু জলসা শুরু হয়। তাবুবাসের সার্বিক তত্বাবধানে ছিলেন কাজীনজরুল ইসলাস ডিগ্রী কলেজের প্রভাষক মানিক হোসেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক সিনিয়ার রোভার মেট মিশন আলী, মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক সিনিয়ার রোভার মেট পল্লব কুমার মৈত্র , সিনিয়র রোভার মেট শান্ত, প্রান্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *