৫০ কোটি আত্মসাত করে রিকশাচালকের বেশে ঘুরছিলেন রড-সিমেন্ট ব্যবসায়ী

Share Now..

রহমত উল্লাহ ভূইয়া (৪৬) পেশায় ছিলেন রড-সিমেন্টের ব্যবসায়ী। সেই ব্যবসার আড়ালে গড়ে তোলেন ভয়ংকর প্রতরণার জাল। বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে হাতিয়ে নেন প্রায় ৫০ কোটি টাকা। অর্থ আত্মসাতের অভিযোগে প্রায় ৩০ মামলার পর গ্রেপ্তার এড়াতে রিকশাচালকের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিলেন রড-সিমেন্ট এ ব্যবসায়ী।

তবে বেশভূষা বদলেও শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) জালে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। এর আগে রোববার রাতে গাজীপুর জেলার পুবাইল থানার মাজুখান এলাকায় অভিযান চালিয়ে রহমত উল্লাহ ভূইয়াকে গ্রেপ্তার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, রহমত উল্লাহ ভূইয়া শিবপুরের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় রড সিমেন্টের ব্যবসা করতেন। এ ব্যবসার আড়ালে প্রতারণার উদ্দেশ্যে শিবপুর মডেল থানা এলাকার কমপক্ষে ৩০ জন বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে ব্যবসায়িক মুনাফার লোভ দেখিয়ে এবং বিভিন্ন কৌশলে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাত করেন। এমনকি ভুয়া এতিমখানা দেখিয়ে একটি বিদেশী এজেন্সির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা এবং রায়পুরার চরসুবুদ্ধি এলাকার ইসলামপুর মাদ্রাসার নির্মাণ কাজ ও রড সিমেন্ট দেওয়ার কথা বলে ২০ লাখ টাকা আত্মসাত করেন। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অন্তত ৩০টি মামলা রয়েছে। একের পর এক কাণ্ড ঘটিয়ে গ্রেপ্তার এড়াতে ২০২৩ সাল থেকে তিনি গা ঢাকা দেন। সবশেষ গাজীপুরের মাজুখান এলাকায় রিকশা চালকের ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন রহমত উল্লাহ। সেখানে অভিযান চালিয়ে ২০ মামলার ওয়ারেন্টভুক্ত এ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

এসপি মো: আব্দুল হান্নান বলেন, তার বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ২০ টি মামলার ওয়ারেন্ট রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ প্রায় চার মাসের চেষ্টায় তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান  শুরু করে। তিনি মাজুখান এলাকায় রিকশাচালকের ছদ্মবেশে পলাতক ছিলেন। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।  এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

One thought on “৫০ কোটি আত্মসাত করে রিকশাচালকের বেশে ঘুরছিলেন রড-সিমেন্ট ব্যবসায়ী

  • January 9, 2025 at 7:39 am
    Permalink

    My brother suggested I might like this website He was totally right This post actually made my day You cannt imagine just how much time I had spent for this information Thanks

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *