উত্তর গাজায় তিন দিনে ইসরায়েলের ১০ সেনা নিহত

Share Now..

ফিলিস্তিনের উত্তর গাজায় গত ৩ দিনে ইসরায়েলি বাহিনী তাদের ১০ জন সেনাকে হারিয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসে জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় প্রতিরোধ হামলায় ১০ জনেরও বেশি ইসরায়েলি সেনা নিহত ও বহু আহত হয়েছে।

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেন, ঘোষণার চেয়ে ইসরায়েলি সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। ইসরায়েলি শত্রুরা উত্তর গাজা থেকে পরাজিত হবে এবং প্রতিরোধ ভাঙতে না পেরে লজ্জার লেজ টেনে ধরবে। মুখপাত্র বলেন, গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর একমাত্র অর্জন হচ্ছে নিরীহ মানুষের বিরুদ্ধে ধ্বংস, ধ্বংসযজ্ঞ ও গণহত্যা।

এদিকে, ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে এখনো কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসকে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে মধ্যস্থতাকারী কাতার। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে গত মধ্যরাতে আলোচনায় ‘সাফল্যের’ পর চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর করা হয়।

ওই কর্মকর্তা বলেন, দোহায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রধানরা কাতারের প্রধানমন্ত্রী স্টিভ উইটকফের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বিদায়ী মার্কিন প্রশাসনের কর্মকর্তারাও এতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চুক্তিতে পৌঁছানোর জন্য আগামী ২৪ ঘণ্টা সময়টি গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *