শৈলকুপা পৌরসভায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share Now..

\ শৈলকুপা প্রতিনিধি \
ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌরসভার ৩ ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে পৌর এলাকার মজুমদার পাড়ায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য প্রদান করেন, শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি রাকিবুল হাসান খান দিপু,শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্টু, আলী আকবর মন্ডল, নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক ইমদাদুল ইসলাম আকুল, পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস, পৌর কৃষক দলের নেতা, সাবেক কাউন্সিলর আব্দুর সবুর খান,পৌর যুব দলের আহবায়ক রফিকুল ইসলাম,বিএনপির সভাপতি সানু, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনে আমরা পরিবার পরিজন নিয়ে বিভিন্ন হামলা-মামলায় নির্যাতিত হয়েছিলাম। আওয়ামী লীগের স্বৈরাচারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দেওয়া হবে। দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
মিলাদ মাহফিল ও আলোচনা সভা সঞ্চালনা করেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক ইমদাদুল ইসলাম।

One thought on “শৈলকুপা পৌরসভায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *