শৈলকুপায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও যুব সমাবেশ

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও যুব সমাবেশের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথী হিসাবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূূূূমি) সিরাজুস সালেহীন, শৈলকুপা থানা ইনচার্জ মাসুম খান, শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, থানা বিএনপির সভাপতি আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাসেল, সিটি কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাব সভাপতি শাহীন আক্তার পলাশ. উপজেলা ছাত্রদল আহŸায়ক সাইদুর রহমান মিঠু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা স্বমন্নয়ক রাব্বী হাসানসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা তারুণ্যের সম্ভাবনাকে এগিয়ে নিতে স্কুল কলেজের ছাত্র- ছাত্রীদের প্রতিযোগিতামূলক খেলাধুলাসহ ফুটবল, ক্রিকেট খেলার আয়োজন করাসহ মাদকমুক্ত সমাজ গঠনের জন্য তারুণ্যের সম্ভাবনাকে এগিয়ে নিতে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শুরুতে র‌্যালী বের করা হয়। পুরা অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ সেলিম জাহাঙ্গীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *