সব ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে: শিক্ষা মন্ত্রণালয়
পর্যায়ক্রমে সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ করা হবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান কারিগরি মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক।
তিনি বলেন, ‘আপনাদের যে ছয় দফা দাবি ছিল সেগুলোসহ আরও অতিরিক্ত বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ শুরু করেছি।’ মাসুদুল হক আরও বলেন, ‘আপনাদের প্রথম দফাতে সব প্রতিষ্ঠান জাতীয়করণের যে দাবি ছিল তার সঙ্গে একমত পোষণ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সব ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে।’
তিনি বলেন, ‘আপনাদের আরও বেশ কিছু দাবি ছিল যেমন- একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে সেটা আমরা এই জুন মাসের চালু করব। আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি যে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে এমপিওভুক্তকরণ ২০২৫ সাল থেকেই শুরু করব। প্রাথমিক পর্যায়ে যে ১৫১৯টি অনুদানভুক্ত প্রাথমিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা আছে সেগুলোসহ অন্যান্য সব মাদ্রাসা জাতীয়করণ করব।’
This paragraph is really a pleasant one it assists new internet users, who are
wishing for blogging.
Here is my page – Accutek Packaging Equipment | Packaging Machinery