যশোরে ডিবির অভিযানে পিকআপ চোর চক্রের ২ জন আটক

Share Now..

\ যশোর জেলা প্রতিনিধি \
দু’টি পিকআপ ভাড়ায় চালানোর নাম করে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। এই ঘটনায় ৩ জনের নামে কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আটক ২ জন হলো, বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড়া গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে লিটন হোসেন (৩৮) এবং কলোনীপাড়ার মৃত বেলায়েত হোসেনের ছেলে রাসেল হোসেন (৩৮)। অপর পলাতক আসামী হলো সদর উপজেলার দেয়াড়া গ্রামের মোহাম্মদ ওয়াজেদের ছেলে শিমুল হোসেন (৩৬)। যশোর শহরের নাজির শংকরপুর কোল্ড স্টোরেজ মোড়ের শেখ ইয়াকুব আলীর ছেলে জালাল উদ্দিন কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তার নামে মাহিন্দ্র বোরো পিকআপ (ঢাকা মেট্টো-ন-১৮-২৪২০) এবং টাটা কোম্পানির একটি পিকআপ (যশোর-স-১১-০৮১৯) আছে। এর মধ্যে টাটা কোম্পানির গাড়িটি আসামী লিটনের কাছ থেকে কিনে নেন। বেচাকেনার স্ট্যাম্প থাকলেও কয়েকদিনের মধ্যে মূল কাগজপত্র হস্তান্তর করবে বলে জানায়। কিন্তু সেটা না দিয়ে নানা অজুহাতে ঘুরাতে থাকে। মাহিন্দ্র কোম্পানির গাড়িটি আসামী শিমুল হোসেন এবং টাটা কোম্পানির গাড়িটি আসামী রাসেল হোসেন চালাতো। গত বছরের ১০ জুলাই তারা ভাড়ায় চালানোর জন্য কোল্ডস্টোরেজ এলাকা থেকে নিয়ে যায়। এরপর থেকে তারা ভাড়ার টাকা দেয়নি। গাড়ি দুটিও দেয়নি। বাধ্য হয়ে তিনি ডিবি পুলিশে অভিযোগ করেন। পুলিশ গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের দিঘিরপাড় থেকে লিটনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে শিমুলকে আটক করা হয়। শিমুল জানায়, মাহিন্দ্র কোম্পানির গাড়িটি সে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। আর পলাতক আসামি রাসেলের কাছে টাটা কোম্পানির গাড়িটি আছে। পরে তাদের সাথে নিয়ে অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে ঝিকরগাছার কির্ত্তিপুর ট্রাক টার্মিনালের কাছে রাজুর গ্যারেজের সামনে থেকে টাটা কোম্পানির গাড়িটি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *