নিজের পরিবর্তনের কারণ জানালেন দীপিকা 

Share Now..

বলিউড অভিনেত্রী ‘দীপিকা পাড়ুকোন আগের মতো নেই, নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন’– এমন কথা আজকাল অনেকের মুখে শোনা যাচ্ছে। যারা এ কথা বলছেন, তাদের দাবি এ অভিনেত্রী এখন পুরোপুরি ঘরকুনো হয়ে পড়েছেন। তাই বিভিন্ন পার্টিতে আগের মতো দেখা মেলে না তার। এমনকি ছুটির দিনেও তিনি ঘর থেকে বের হতে চান না।

বলিউড সতীর্থদের এই কথা যে একেবার মিথ্যা নয়, তা স্বীকার করেছেন দীপিকা নিজেও। সেই সঙ্গে জানিয়েছেন বদলে যাওয়ার কারণ।  তিনি বলছেন, ‘মাতৃত্ব নারী সত্তাকে অনেক বদলে দেয়। বহুকাল ধরে শুনে আসা এই কথা যে এক বিন্দু মিথ্যা নয়, নিজ অভিজ্ঞতা থেকে তা জানা হয়েছে। যার সুবাদে আমার উপলব্ধি পৃথিবীর অন্য মায়েদের থেকে আমি আলাদা নই।’

দীপিকার কথায়, ‘মেয়ে দুয়া যেমন আমার আত্মার অংশ, তেমনি পৃথিবীর বড় সম্পদ। যাকে ছেড়ে এক মুহূর্তের জন্য দূরে থাকতে ইচ্ছা করে না। তাই যে দীপিকাকে সবাই দিন-রাত ছুটে বেড়াতে দেখেন, হাসি-গান-আড্ডায় পার্টি ও বিভিন্ন অনুষ্ঠান জমিয়ে রাখতে দেখেন; সহজে আর তার দেখা মিলবে না। কারণ এখন দুয়াকে ঘিরেই কাটছে আমার মুহূর্ত। মাতৃত্ব চুটিয়ে উপভোগ করছি। যার সঙ্গে অতীতের দীপিকাকে মেলানো যাবে না।’ 

গত সেপ্টেম্বরে দীপিকার কোলজুড়ে এসেছে প্রথম সন্তান দুয়া। তবে এখন পর্যন্ত দুয়ার ছবি প্রকাশ্যে আনেননি তিনি। তবে মাঝেমধ্যেই এই সময়টা কীভাবে কাটাচ্ছেন, তা ভাগ করে নেন সবার সঙ্গে। সেই সূত্রেই সবার জানার সুযোগ হয়েছে, মা হওয়ার পর নিজেকে অনেক বদলে ফেলেছেন দীপিকা। একই সঙ্গে বদলে ফেলেছেন প্রতিদিনের কাজের রুটিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *