ভেনেজুয়েলার ৬ লাখ অভিবাসীকে বিতাড়িত করছে যুক্তরাষ্ট্র
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ভেনেজুয়েলার অভিবাসীদের যে সাময়িক প্রোটেকটেড স্টেটাস দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় তাদের এই সুবিধা দিয়েছিলেন। এর ফলে সেইসময় ভেনেজুয়েলার ছয় লাখ মানুষ ডিপোর্টেশনের হাত থেকে সাময়িক অব্যাহতি পেয়েছিলেন।
নোয়েম ফক্স নিউজকে জানিয়েছেন, তিনি বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। এই সাময়িক প্রোটেকশন স্টেটাসের কারণেই ভেনেজুয়েলার অভিবাসীরা ওয়ার্ক পারমিট পেতেন। ২০১৭ থেকে ২০২১ সালে ট্রাম্প যখন প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন, তখনএ এই সাময়িক প্রোটেকশন স্টেটাস তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময় ফেডারেল কোর্ট তার প্রচেষ্টা বানচাল করে দেয়।
বুধবার নোয়েম জানিয়েছেন, ভেনেজুয়েলার অবিবাসীদের ফেরত পাঠানো নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সঙ্গে আলোচনা করছেন। কীভাবে তাদের ফেরত পাঠানো যায়, সেটা দেখা হচ্ছে। অন্য দেশের অভিবাসীদের ফেরত পাঠানো নিয়েও কথা হচ্ছে। তিনি জানিয়েছেন, কিউবার গুয়ান্তেনামো বে-তে যে মার্কিন নৌঘাঁটি আছে, সেখানে বেআইনি অনুপ্রবেশকারীদের পাঠানোর কথা ভাবা হচ্ছে। সেখানে আগে কিউবা ও হাইতির অবিবাসীদের রাখা হয়েছে। এটা সেখানকার জেলের থেকে আলাদা জায়গায়।
সাময়িক প্রোটেকশন স্টেটাস প্রোগ্রাম কী?
সাময়িক স্টেটাস প্রোগ্রাম (টিপিএস) হলো কোনো দেশের মানুষ যদি প্রাকৃতিক বিপর্যয় বা সশস্ত্র অভ্যুত্থানের কারণে বিপর্যয়ের মুখে পড়েন, তাহলে তারা যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। সেখানে এখন ১৭টি দেশের ১০ লাখ মানুষ এই ভাবে আছেন।
ভেনেজুয়েলার ক্ষেত্রে বাইডেন প্রশাসন জানিয়েছিল, সে দেশের মানুষকে মানবিক জরুরি অবস্থার কারণে আশ্রয় দেওয়া হচ্ছে। সেখানকার শাসকদের অমানবিক শাসনের কারণ দেখিয়ে তাদের টিপিএস-এর অন্তর্ভুক্ত করা হয়েছিল।
২০২৪ সালে প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি সীমান্তে সুরক্ষা বাড়াবেন। বেআইনি অবিবাসীদের ফেরত পাঠাবেন। এরই পদক্ষেপ হিসেবে ভেনেজুয়েলার ছয় লাখ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন।
Thanks forr finally writing about > ভেনেজুয়েলার ৬ লাখ অভিবাসীকে বিতাড়িত করছে যুক্তরাষ্ট্র – দৈনিক
নবচিত্র < Loved it!
Рекомендуем проверенных хакеров, и их услуги – Защита от взлома