যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লাখো মানুষের সমাগম
\ যশোর জেলা প্রতিনিধি \
দীর্ঘ ১৬ বছর পর শার্শা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে উপজেলা স্টেডিয়াম মাঠে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, শার্শা উপজেলা বিএনপির নবনির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন।
সম্মেলনটি ৩ ফেব্রæয়ারি, সোমবার বিকাল ৩ টায় শুরু হয়। শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সঞ্চালনায় জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনিন্দ্য ইসলাম অমিত, তিনি বলেন, “আজকের পর শার্শা ও বেনাপোলের কোনো প্রান্তে বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ থাকবে না।” তিনি আরও বলেন, শার্শা ও বেনাপোলের সকল রাজনৈতিক কর্মসূচি শার্শা উপজেলা বিএনপির নেতৃত্বে পরিচালিত হবে এবং এক শক্তিশালী বিএনপি গঠনে দলের নেতৃবৃন্দকে একত্রিতভাবে কাজ করার আহŸান জানান।
এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, এবং সিনিয়র যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন খোকন। সম্মেলনে শার্শা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, এবং অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। জনসাধারণ ও নেতাকর্মীরা ফেস্টুন, ব্যানার এবং বাদ্য বাজনা নিয়ে সম্মেলনে যোগ দেন, যা একটি উদযাপনমুখর পরিবেশ সৃষ্টি করে। এছাড়া, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং শার্শা উপজেলা বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি ও নেতৃত্ব নিয়ে আলোচনা করেন।
I’m really loving the theme/design of your blog. Do you ever run into any browser compatibility problems?
A handful of my blog readers have complained about my website not operating correctly in Explorer but looks great in Safari.
Do you have any advice to help fix this issue?