“গরুর জাত উন্নত করতে বিদেশ থেকে উন্নত সাহীওয়াল জাতের গরু আমদানী করতে হবে \ শৈলকুপায় প্রান্তিক খামারীদের সাথে মতবিনিময় সভায় মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা

Share Now..

\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
“গরুর জাত উন্নত করতে বিদেশ থেকে উন্নত সাহীওয়াল জাতের গরু আমদানী করতে হবে-ঝিনাইদহের শৈলকুপায় বুধবার (৫ ফেব্রæয়ারী) বেলা ১১টায় হরিহরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রান্তিক খামারীদের সমাবেশে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, বাংলাদেশে নিযুক্ত পাকিস্থানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী গ্যাব্রিয়েল, মাহফুজুর রহমান, প্রাণীসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন সহ আরো অনেকে। প্রধান অতিথির বক্তব্যে প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আরো বলেন, হাওড় বাওড় কোন অবস্থায় কিছু টাকার জন্য অ-মৎস্যজীবীদের কাছে ইজারা দেওয়া যাবে না। এতে করে অনেক মানুষ না খেয়ে থাকে। জুলাই আগষ্ট অভ্যুত্থানে যেসব তরুণ আহত হয়েছে উদ্যোক্তা হিসাবে তাদের অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও বিদেশ থেকে আমাদের উন্নত জাতের গরু আমদানী করতে হবে মাংস খাওয়ার জন্য নয়। গরুর জাত উন্নত করতে বিদেশ থেকে উন্নত সাহীওয়াল জাতের গরু আমদানী করতে হবে। মৎস ও প্রাণীসম্পদ উপদেষ্টা বলেন, গত ফেব্রæয়ারীতে আমরা কোথাও সভা সমাবেশ করতে পারেনি। কিন্ত জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদের রক্ত দিয়ে দেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করেছে। এ কারনে তাদের প্রতি সম্মান জানাতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজামান প্রাণীসম্পদ উপদেষ্টার নিকট দাবী জানান স্বল্প সময়ের মধ্যে শৈলকুপায় ক্যাটেল হাফস গড়ে তুলতে হবে। দুপুরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন চাবে এটা স্বাভাবিক, কারন বিগত ১৫ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে ২৫ সালের ডিসেম্বরে অথবা ২৬ সালের জুনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দিকে এগুচ্ছে বর্তমান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *