ইনজুরি আক্রান্ত রিয়ালের সামনে উড়ন্ত অ্যাতলেটিকো
রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ। স্পেনের রাজধানী মাদ্রিদের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। এই দুই দলের ম্যাচের দিন মাদ্রিদ শহর কিছুক্ষণের জন্য হলেও থমকে যায়। সাদা-কালো ও লাল-সাদা জার্সিতে রঙিন হয়ে উঠে মাদ্রিদের রাজপথ। দুই দলের ম্যাচ শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ থাকে না। রূপ নেয় আধিপত্য বিস্তারের লড়াইয়ে।
লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে আজ রাতে রিয়াল মাদ্রিদ মাঠে নামছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় রিয়ালের হোম ভেন্যু এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে। যদিও বর্তমান সময়টা ভালো যাচ্ছে না লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। দলের গুরুত্বপূর্ণ সদস্যরা ইনজুরিতে জর্জরিত।
সেই সঙ্গে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় চ্যাম্পিয়নদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে ডিয়াগো সিমিওনে দল। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর পর দলটির শক্তি বেড়েছে কয়েকগুণ। যা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে তাকালে আঁচ করা যায়। লা লিগায় রিয়ালের সমান ২২ ম্যাচ খেলে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছেন ডিয়াগো সিমিওনের শিষ্যরা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি ৪৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। এছাড়াও ৪৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে কাতালানরা।
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে একটিতেও হারের স্বাদ পায়নি অ্যাতলেটিকো। অতীত পরিসংখ্যানে অ্যাতলেটিকোর থেকে এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে কিছুটা পিছিয়ে থাকবে আনচেলত্তির শিষ্যরা। দুই দলের শেষ পাঁচ দেখায় মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। তাও সেটা গেল বছর নভেম্বর মাসে।