পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, ৫০ ফিলিস্তিনিকে আটক 

Share Now..

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে। 

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এবং কমিশন অফ ডিটেনিস অ্যান্ড এক্স-ডিটেনিস অ্যাফেয়ার্সের মতে, রাতভর অভিযান চালিয়ে কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। ওয়াফার প্রতিবেদন থেকে জানা যায়, সেনাবাহিনী হেবরন, তুলকারেম, কালকিলিয়া, নাবলুস, রামাল্লাহ, বেথলেহেম, জেরিকো এবং তুবাসে জিজ্ঞাসাবাদের জন্য বেসামরিক লোকদের আটক করে।

ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস বুধবার জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি সেনারা হেবরনের কাছে ডুরা শহরের মাজেদ আবু শারার স্কুলে হামলা চালিয়ে দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মতে, নতুন করে গ্রেপ্তারের ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক আটক ফিলিস্তিনিদের সংখ্যা ১৪ হাজার ৫০০ ছাড়িয়েছে। 

গত মাসে গাজা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে পশ্চিম তীরে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে পশ্চিম তীরে গ্রেপ্তারের সংখ্যাও বাড়িয়েছে ইসরায়েল। 

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ ল্যাজারিনী বলেছেন, অধিকৃত পশ্চিম তীর এখন গাজা যুদ্ধের উদ্বেগজনক বিস্তারের মুখোমুখি একটি যুদ্ধক্ষেত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *