সিরিয়ায় আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল সংঘর্ষ, নিহত ৭০ 

Share Now..

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। শুক্রবার (৭ মার্চ) দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত ডিসেম্বরে বাশারের পতনের পর লাতাকিয়া প্রদেশের উপকূলীয় শহর জাবলেহ এবং তার সংলগ্ন গ্রামগুলোতে বর্তমান সরকারের বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ হয়েছে।  এসওএইচআর বলেছে, সংঘর্ষে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে আসাদপন্থী ২৮ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষে চারজন বেসামরিক লোক নিহত হয়েছে। 

মুস্তাফা নামে লাতাকিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, আসাদ মিলিশিয়ার অবশিষ্ট কয়েকটি দল আমাদের অবস্থান এবং চেকপয়েন্টে আক্রমণ করেছে। তারা জাবলেহ এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে হামলা করেছে।  হামলার কারণে অনেকে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন বলে জানান তিনি। তবে তিনি হতাহতের সংখ্যা জানাননি। মুস্তাফা জানান, মিলিশিয়াদের নির্মূল করতে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোমসে সিরিয়ান বাহিনী আসাদপন্থী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ করছে। 

এসওএইচআর জানিয়েছে, সংঘর্ষে নিহত সেনাদের বেশিরভাগই ইদলিবের।

বার্তাসংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সাবেক একজন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *