চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে বিএনপি দুপক্ষের সংঘর্ষে ১ নেতা নিহত, আহত ২

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গা সদর উপজেলা ও দর্শনা থানার তিতুদহ ইউনিয়ন বিএনপির দু’গ্রæপের সংঘর্ষে এক ভাই নিহত ও এক ভাই গুরুতর আহত হয়েছে। ধারালো অস্ত্রের কোপে নিহত রফিকুল ইসলাম রফিক তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত রফিকের ভাই শফিকুল ইসলাম গুরুতরভাবে আহত হয়েছে। নিহত রফিকুল ইসলাম ও আহত শফিকুল ইসলাম তিতুদহ গ্রামের মৃত. আব্দুর রহিমের ছেলে। প্রতিপক্ষ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণত সম্পাদক টোটনের নেতৃত্বে ৩০/৩৫ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়ে এই হত্যার ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বস্থ সূত্র জানিয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, টিসিবির পণ্য বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ছিলো প্রতিবাদী। ওই ইউনিয়নের সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক টোটনের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে জীবন দিতে হলো। এছাড়া রফিকের ভাই শফিকের অবস্থা আশংকাজনক। তিনি আরো জানান, বিএনপি একটা বৃহৎ দল। এখানে নেতৃত্বের লড়াই থাকবে, মতভেদ থাকবে তাই বলে কাউকে মেরে ফেলতে হবে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দল অবশ্যই কঠোর ব্যবস্থা নিবে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের যোগাযোগ চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অফিসাররা ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *