নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কালীগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
\ কালীগঞ্জ প্রতিনিধি \
কালীগঞ্জে দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ, হত্যাকাÐ ও নারীর প্রতি নিষ্ঠুর সহিংসতার বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার (৮ মার্চ) বেলা ২টায় কালীগঞ্জ মেইন বাস টার্মিনালে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এই আন্দোলনের নেতৃত্ব দেন মাহফুজুর রহমান ঈশান, আতিকুর রহমান নাঈম, রিয়াদ আহমেদসহ আরও অনেকে। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ পুরাতন বাজার কালীবাড়ি সংলগ্ন এলাকায় গিয়ে সমাপ্ত হয়। সমাবেশে বক্তারা নারীর প্রতি অব্যাহত সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার আহŸান জানান। তারা বলেন, ধর্ষকদের দ্রæত বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ¯েøাগানে ¯েøাগানে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানান।