উন্মুক্ত লটারীর মাধ্যমে ঝিনাইদহে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন
\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
স্বচ্ছ ও জবাবদিহীতা নিশ্চিত করতে উন্মুক্ত লটারীর মাধ্যমে রোববার (৮ মার্চ) ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন করা হয়। প্রতিটি ইউনিয়নে দুইজন করে মোট ৩৪ জনকে নিয়োগ নির্বাচন করেছে এ সংক্রান্ত কমিটি। বিকাল তিনটায় ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উন্মুক্ত লটারী অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। এ সময় ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নুর এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজল, সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নরুন্নবী, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী ও জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী আল আমিনসহ কয়েক’শ আবেদনকারী উপস্থিত ছিলেন। লাটারীর মাধ্যমে সাধুহাটী ইউনিয়নে মুজাহিদ মিয়া ও আনোয়ার পাশা বিদ্যুৎ, মধুহাটী ইউনিয়নে তৈয়ব আলী লস্কার ও মামুন মিয়া, সাগান্না ইউনিয়নে সিরাজুল ইসলাম ও আল ফারুক, হলিধানী ইউনিয়নে ফারুক হোসেন ও শাকিল হাসান, কুমড়াবাড়িয়া ইউনিয়নে নরুল ইসলাম ও নজরুল ইসলাম, গান্না ইউনিয়নে সাইফুল ইসলাম ও আইনাল হক, মহারাজপুর ইউনিয়নে জাকির ও সোহাগ হোসেন, পাগলালাকানাই ইউনিয়নে এম মেহেদী হাসান ও মেহেদী হাসান, পুড়াহাটী ইউনিয়নে এখলাচুর রহমান ও গোলাম মাওলা, হরিশংকরপুর এসএম জাফর ইকবাল ও মনিরুল ইসলাম, পদ্মাকর ইউনিয়নে মোশাররফ হোসেন ও বাচ্চু মিয়া, দোগাছী ইউনিয়নে জুমারত আলী ও মফিকুল ইসলাম, ফরসন্দি ইউনিয়নে রতœা বেগম ও মসিউর রহমান. ঘোড়শাল ইউনিয়নে মুক্তার হোসেন ও শাহেদ আহম্মেদ, কালীচরণপুর ইউনিয়নে ফহিজুর রহমান ও হোসেন আলী, সুরাট ইউনিয়নে হাবিবুর রহমান ও রায়হান হাবিব এবং নলডাঙ্গা ইউনিয়নে মোঃ শাহজাহান ও দাউদ হোসেনকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নির্বাচন করা হয়।