ঝিকরগাছায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত
যশোরের ঝিকরগাছা পায়রাডাঙ্গা যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ও অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা ও ঝিকরগাছা ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় পয়রাডাঙ্গা ১নং মসজিদের সামনে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, পায়রাডাঙ্গা যুব ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুর রব, অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, পায়রাডাঙ্গা যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক শাকিল আহমেদ মিলন যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, রোকনুজ্জামান, আলাউদ্দিন গাজী, সাইদুল ইসলাম ড্যানি , শরিফুল ইসলাম, রাজিব হোসেন , সদস্য সচিব হাসানুজ্জামান হাসান, মহিবুর রহমান, সাব্বির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।