শুনানীর আগেই নলকুপ পুতে দিলেন রঘুনাথপুরের চেয়ারম্যান !!

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
হরিণাকুন্ড উপজেলা নির্বাহী অফিসে শুনানী গ্রহনের আগেই নলকুপ পুতে দিয়ে অভিযোগ থেকে নিস্কৃতি পাওয়া চেষ্টা করলেন রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল। ওই ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের ওহেদ আলীর ছেলে আজাদ ও শ্রীফলতলা গ্রামের সাকের আলীর ছেলে মোহর আলীর বাড়িতে এডিবির অর্থায়নে বরাদ্দকৃত অর্থে নলকুপ স্থাপন না করে পকেটস্থ করা হয়। এই দুই ব্যাক্তি লিখিত অভিযোগ করেন বিভিন্ন দপ্তরে। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইনে খবর প্রকাশিত হলে স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন হরিণাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানাকে। আজ ৫ সেপ্টম্বর এই অভিযোগ নিয়ে শুনানীর দিন ধার্য্য করা হলে চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল শুক্রবার ওই দুই ব্যক্তির বাড়িতে তড়িঘড়ি করে নলকুপ স্থাপন করে দেন। এছাড়াও তিনি কর্মসৃজনসহ নানা প্রকল্পের টাকা নয়ছয় করেছেন বলেও লিখিত অভিযোগ করা হয়। এ সব বিষয়েও আজ ৫ সেপ্টম্বর শুনানী হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেন হরিণাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *