ছিটকে গেলেন শহিদ আফ্রিদি, নিয়ম ভাঙায় বিপাকে নাসিম

Share Now..

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ থেকে ছিটকে গেলেন শহিদ আফ্রিদি। অনুশীলন শুরুর দিনই পিঠের নিচের অংশে চোট লাগায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল অভিজ্ঞ এই অলরাউন্ডারের। আফ্রিদির বদলি হিসেবে মুলতান সুলতানসে সুযোগ পেলেন আরেক আফ্রিদি, অলরাউন্ডার আসিফ আফ্রিদি। টুর্নামেন্টের বাকি অংশে খেলতে পারবেন না পেসার নাসিম শাহও। কোভিড প্রটোকল ভাঙায় বাদ দেওয়া হয়ছে ১৮ বছর বয়সী পেসারকে। শহিদ আফ্রিদি এখন শুধু পিএসএলই খেলেন। সেই টুর্নামেন্টেই খেলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশার কথা জানান ৪১ বছর বয়সী অলরাউন্ডার। “ পিএসএলের বাকি অংশের জন্য অনুশীলনের সময় পিঠের নিজের অংশে ব্যথা অনুভব করি আমি এবং চিকিৎসকের পরামর্শ নিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে ও আমার দল মুলতান সুলতানসকে সঙ্গ দিতে পারছি না। আমার হৃদয় ভেঙে গেছে, কারণ সত্যিই কঠোর অনুশীলন করছিলাম।” তার জায়গায় সুযোগ পাওয়া আসিফ আফ্রিদি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ৩৪ বছর বয়সী ক্রিকেটার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৪২টি। তবে পিএসএলে এখনও পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। নাসিম শাহর ছিটকে যাওয়ার কারণ বিস্ময়কর। টুর্নামেন্টের জন্য আবু ধাবি ভ্রমণের আগে লাহোর ও করাচিতে টিম হোটেলে একত্র হতে বলা হয়েছে সব ক্রিকেটারকে। সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, সবশেষ ৪৮ ঘণ্টায় পিসিআর কোভিড পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল নিয়ে হোটেলে প্রবেশ করতে। কিন্তু নাসিম শাহ যে কোভিড রিপোর্ট নিয়ে হোটেলে আসেন, সেই পরীক্ষা করানো হয় ১৮ মে। এই রিপোর্ট দেখেই তাকে হোটেলে আইসোলেশনে রাখা হয় ও পরে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়। কোভিডের প্রকোপে স্থগিত হওয়া পিএসএল আবার শুরু হচ্ছে আগামী ১ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *