ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ও পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক তরিকুল ইসলাম। উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়। আয়োজকরা জানান, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মাসব্যাপী এ প্রশিক্ষণ চলবে। এতে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন শিক্ষার্থী অংশ নিবে। পরে পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের দুই সাতাঁরু বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়ায় তাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।