আজ রাতে মাঠে নামছেন নেইমার-মেসি-এমবাপ্পেরা
চ্যাম্পিয়নস লিগে খেলতে আজ (বুধবার) মাঠে নামছে পিএসজি এবং বেলজিয়াম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব ব্রুজ।
মাঝ রাতের এই ম্যাচে অভিষেক হতে পারে মেসি, নেইমার, এমবাপ্পের। গ্রুপ ‘এ’র অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিপজিগ।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে দেশের হয়ে বলিভিয়ার বিপক্ষে খেলতে নেমে হ্যাটট্রিক করে, মেসি হয়েছেন লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলদাতা। বার্সার হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ জেতা এই সুপার স্টার সেরা বাজি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর।
পি এস জি-র কোচ বলেছেন,‘আমি ভাবতেই পারিনি মেসি আসবে পিএসজিতে। আশা করছি, দুজন মিলে পূরণ করতে পারব পিএসজির স্বপ্ন।’এসব শুনলেই বোঝা যায়, মেসি ম্যাজিকে কতটা ভরসা করেন কোচ।
দুই বছর আগে ব্রুজের বিপক্ষে শেষ বারের সাক্ষাৎকারে কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকের দাপটে ৫-০ গোলে জিতেছিল পিএসজি। প্যারিসের ক্লাবটি এবারই ছাড়তে চাইলেও চুক্তি ভেঙ্গে বেড়িয়ে যাননি।
এই দুই তারকার সঙ্গে নেইমার! মাঠে প্রতিপক্ষ কাকে ছেড়ে কাকে, কিভাবে রোখে তাই দেখতে মুখিয়ে রয়েছে, গোটা ফুটবল বিশ্ব। আগের ম্যাচে নেমার প্রথম একাদশে ছিলেন। কোচ তাকে তুলে নিয়ে নামিয়েছিলেন মেসিকে। তাই ‘ত্রয়ী’র ম্যাজিক দেখা যায়নি সেই ম্যাচে।
Very interesting points you have observed, appreciate it for putting up.Blog money