গ্রাম্য সালিশে প্রেমিক-প্রেমিকার বিয়ে
সালিশ করে প্রেমিকের সাথে কিশোরীর বিয়ে দিলেন গ্রামের প্রধান। পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে সোমবার (২৪ মে) রাতে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, তাদের প্রেমের বিষয়টি জানাজানি হলে গ্রামের প্রধানগণ সালিশ বসিয়ে তাদের বিয়ে পড়িয়ে দেন। সজিব হাসান পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বর-কণে পরস্পরের পরিচিত এবং তারা উভয়েই মাদ্রাসা শিক্ষার্থী বলে জানা যায়।
মেয়ের আত্মীয় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামের প্রধান সাবু সরকার ও শহিদুল ইসলাম আইনি পদক্ষেপের পরিবর্তে স্থায়ী সমাধানের জন্য তাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন।
সংশ্লিষ্ট এলাকার বিট পুলিশিং অফিসার এস আই রমজান ওই বিয়ের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা শোনার পর কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সে ধর্ষণের কথা স্বীকার করেনি। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশকে জানায়।