ঝিকরগাছায় কৃষকের সহায়তায় ট্রাক ও ট্রাকের চাবি বিতরণ

Share Now..

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাকপুর কৃষকদের সহায়তায় কৃষিপণ্য সংগ্রহ ও বাজার জাত করণ কেন্দ্র (সিসিএমসি) এর পরিচালনায় (প্রডিউমার), ঝিকরগাছা আরগানাই যশোর বাজার ব্যাবস্থাপনা কমিটি ( পিওএমএমসি) এবং কৃষি মন্ত্রনালয় ও অধি দপতর এমএটিটু হটেক্স ফাউন্ডেশনের সহযোগিতায় ট্রাকসহ ট্রাকের চাবি বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের (এনএটিপি-২) আওতায়, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) গ্রান্টের মাধ্যমে প্রকল্প থেকে ৫.৮০লক্ষ বাকি টাকা পিও, এমএমসি গ্রুপ দিয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্যাহ আল মামুন, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল, মহাদেব কুমার দাশ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ জানান, কৃষিই সমৃদ্ধি ও করোনা পরবর্তী কাল, কৃষিই ধরবে একমাত্র হাল স্লোগানকে সামনে রেখে চলতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলের পুষ্টি চাহিদা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আমার কৃষি বিভাগ। যে ট্রাকটি দেওয়া হয়েছে সেটা ভালো ভাবে দেখভাল করে স্থানীয় বেশ কয়টি ইউনিয়নের কৃষকের সহযোগিতা করবে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

One thought on “ঝিকরগাছায় কৃষকের সহায়তায় ট্রাক ও ট্রাকের চাবি বিতরণ

  • March 22, 2024 at 12:32 am
    Permalink

    Wow, wonderful blog format! How lengthy have you been running
    a blog for? you make running a blog glance easy. The whole glance of your
    site is magnificent, let alone the content! You can see similar
    here dobry sklep

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *