ইসরায়েলের আয়রন ডোম উন্নত করতে ১০০ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

Share Now..

ইসরায়েল মিসাইল প্রতিরক্ষা সিস্টেম আয়রন ডোম উন্নত করতে অর্থ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এই সহায়তার পরিমাণ ১০০ কোটি ডলার বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টিটিভে এই বিল পাশ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে খবরে।

সম্প্রতি হামাসের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র এই আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে প্রতিহত করেছে। প্রতিবেদনে প্রকাশ, হাউসে প্রথমে কিছু ডেমোক্র্যাট সদস্য বিল নিয়ে আপত্তি জানান। কিন্তু এরপর ডেমোক্র্যাটদের প্রবল সমালোচনা হয়। তারপর বিলটি আবার পেশ হয় এবং তার পক্ষে ৪২০টি, বিপক্ষে নয়টি ভোট পড়েছে।
সর্বশেষ ২০০৬ সালেও একবার বড় যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল৷ লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে সেই যুদ্ধে হিজবুল্লাহর ছোঁড়া রকেটে ব্যাপক ক্ষতি হয়েছিল ইসরায়েলের৷ সেই যুদ্ধের পরই খুব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেয় ইসরায়েল৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, তিনি হাউসের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছেন। যারা এর বিরোধিতা করেছিলেন, তারা উপযুক্ত জবাব পেয়েছেন। বেনেট বলেছেন, ইসরায়েলের মানুষ অ্যামেরিকার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরো দৃঢ় হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *