ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
দূরারোগ্য মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) আল হাদিস এ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাকিব মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ^বিদ্যালয়ে (পিজি হাসপাতালে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান।
বিভাগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাকিব মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হলেও অসুস্থতার কারণে পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে অনার্স চতুর্থবর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায় অংশ নেন। তিনি দ্বিতীয় সেমিস্টারের প্রথম পরীক্ষায় অংশ নিলেও দূরারোগ্য ক্যান্সার তাকে আর বাকি পরীক্ষাগুলোতে অংশ নিতে দিল না। মরহুমের জানাযার নামাজ তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ সদরের চরইসলামাবাদ গ্রামে আজ সোমবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে। পরে স্থানীয় ভাদুপন্ডিত কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে আব্দুর রাকিবের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বিভাগ, সহপাঠী সহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইয়েদ মাকসুদুর রহমান বলেন, আমরা একজন মেধাবী ছাত্রকে হারালাম এবং জাতি হারালো একজন দক্ষ ও যোগ্য নাগরিককে। এসময় তিনি তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে সবাইকে ধৈর্যধারণ করার আহবান জানান।