যশোরের শার্শায় বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত
Share Now..
এস আর নিরবঃ
যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহাদ আলী (৫০) নামে এক ব্যাক্তির নিহত হয়েছে। শনিবার (৯ অক্টোবর ) দুপুরে শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের ঘটনটি ঘটে।
জানা যায় সাহাদ আলী তার নিজ নতুন বাড়ির বিদ্যুৎ সংযোগ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।পরে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য রওনা হলে মাঝ পথে মারা যায়।
এ বিষয়ে উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের ইউপি সদস্য কবির হোসেন জানান, নিহত সাহাদ আলী তার নিজের নতুন বাড়িতে কাজ করার সময় মোটরে পানি ব্যবহার করার জন্য বিদ্যুতের লাইন সংযোগ দেয় পরে বিদ্যুৎ স্পৃষ্টে ঘটণাস্থানে তার মৃত্য হয়।
Very interesting info!Perfect just what I was searching for!Expand blog