শৈলকুপায় অটোভ্যানসহ শিশু চালক নিখোঁজ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকূপা থেকে অটোভ্যানসহ শিশু চালক মোঃ জিহাদ হোসেন (১২) নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশু মোঃ জিহাদ হোসেন ২ নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (০৮ অক্টোবর) সকালে অটো ভ্যান নিয়ে জিহাদ হোসেন শেখপাড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না। তিন দিনেও বাড়ি ফিরে না আসায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করে তাকে পায়নি। এ বিষয়ে শনিবার শৈলকূপা থানায় সাধারণ ডায়েরী করা হয়। শিশুটির পরনে ছিল বেগুনি রঙের গেঞ্জি ও ফুলপ্যান্ট। তার উচ্চতা চার ফিট ছয় ইঞ্চি। গয়ের রং শ্যামলা ও মুখমন্ডল গোলাকার। শৈলকুপার রামচন্দ্রপুর পুলিশ-ফাঁড়ির এস আই শামিম হোসেন রোববার জানান, শৈলকূপা থানার ৪৪৯ নং নাম্বারে জিডিটি অনুযায়ী তাকে খোজা হচ্ছে। শিশুটির সন্ধান পেলে তাৎক্ষনিক তার পরিবারের কাছে পৌছে দেওয়া হবে।