শৈলকুপায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে স্কুলছাত্রীর ৭ দিন ধরে অনশনে টনক নড়েনি কারো

Share Now..


শাহীন আক্তার পলাশ, শৈলকুপা প্রতিনিধি:
অভাবের সংসার তাই নুন আনতে পান্তা ফুরায় আর এই সুযোগে পাড়ার
এক নব্য টাকাওয়ালা লম্পট যাতায়াত শুরু করলো পরিবারে। প্রথম দিকে
তাকে আপন বোন ভেবে অভিনয় শুরু। প্রয়োজনীয় অনেক কিছু কিনে
দিতেন মেয়েটিকে। এভাবেই পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে পাড়ার
সেই লম্পট ছেলেটি। তখনও মেয়েটি ও তার পরিবার জানে না তাদের কি
সর্বনাশ ঘটতে যাচ্ছে। আর এই ঘটনা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার
জাঙ্গালিয়া গ্রামের। প্রেমিকের নাম আকাশ ওরফে আক্কাচ সে একই
উপজেলার আলম খোন্দকারের ছেলে। আর প্রেমিকা একই গ্রামের দশম
শ্রেণীর ছাত্রী বিথী(ছন্দনাম) (১৫)। বর্তমান মেয়েটি ৭ দিন ধরে
প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করলেও কারো কোন টনক
নড়েনি।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ২০ সেপ্টেম্বর আকাশ মেয়েটিকে বিয়ে ও
অর্থের প্রলোভন দেখিয়ে তাকে ভাগিয়ে নিয়ে যান এবং বিয়ের নামে
একটানা ১৫ দিন ঝিনাইদহ বন্ধুর বাসায় রেখে শারিরীক সম্পর্ক গড়ে
তোলে। পরে তাকে ছেড়ে পালিয়ে আসেন শেখপাড়াতে। গত ৫ অক্টোবর
সন্ধ্যায় আকাশের গ্রামের বাড়িতে ওঠেন মেয়েটি এবং বিয়ের দাবিতে
অনশনে বসেছে। আকাশের সংসারে তার স্ত্রী ও দুটি সন্তানও রয়েছে।
আকাশ বর্তমানে পেশায় একজন সবজি ব্যবসায়ী। সে তার স্ত্রী-
সন্তানকে নিয়ে উপজেলার শেখপাড়া বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস
করে।
অনুশনকারী প্রেমিকা বিথী(ছন্দনাম) বলেন, প্রায়ই আকাশ আমাকে
স্নেহ করার নামে শরীরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *