দূর্গাপূজায় ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৎপরতা

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
এবারের দূর্গাপুজায় ঝিনাইদহ জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যথাযথ ভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। দূর্গা ষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়াদশমীর পাঁচ দিনে সনাতন ধর্মাবলম্বীদের সুষ্ঠ ও সুন্দরভাবে পূজাঅর্চনা ও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবছর ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলায় ৪৫২ টি পূজা মন্ডপে দায়িত্বপালন করে আনসার ভিডিপি। ১৪ অক্টোবর পর্যন্ত পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার জন্য ৬৯০ জন আনসার সদস্য ৬০ টহল টিমে দায়িত্ব পালন করেছে। পরিস্থিতির বিবেচনায় নিরাপত্তার স্বার্থে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতিটি পূজামন্ডপে ০২ জন করে আনসার-ভিডিপি সদস্য স্ট্যাটিক ডিউটি পালন করে। এজন্য বাহিনী থেকে তারা আরো ২১৪ জন সদস্যকে মোতায়েন করে। ঝিনাইদহের পূজামন্ডপগুলোতে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রশিক্ষপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্যদের প্রস্তুত রাখা হয়। মোবাইল টীমের মাধ্যমে নিরাপত্তা বলয় গড়ে তোলে জেলা আনসার-ভিডিপি সদস্যরা। আনসার ও ভিডিপি’র উপপরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ আশিকউজ্জামান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের সদস্যরা পূজামন্ডগুলোতে সার্বিক নিরাপত্তার দায়িত্বপালন করে। ঝিনাইদহে সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন ও কোন অনাকাংক্ষিত ঘটনা ঘটেনি তাতে তিনি তার সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

1,038 thoughts on “দূর্গাপূজায় ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৎপরতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *