ঘরের ছাদ ভেঙে বিছানায় উল্কাপিণ্ড, রক্ষা পেলেন নারী
Share Now..
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি উল্কাপিণ্ড ঘরের ছাদ ভেঙে বিছানায় পড়ার ঘটনা ঘটেছে। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে গোল্ডেন শহরে রুথ হ্যামিলটন (৬৬) নামে এক নারীর বাসায় এই উল্কাপাতের ঘটনা ঘটে।
হ্যামিলটন জানান, তিনি তার পোষা কুকুরের চিৎকার শুনে জেগে উঠে দেখতে পান বাঁধাকপি আকারের একটি পাথরখণ্ড বিছানায় দুটি বালিশের মাঝে পড়ে আছে।
এরপর তিনি ৯১১ কল করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ২.8 পাউন্ডের উল্কাখণ্ডটি উদ্ধার করে। পরে তা ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের ভূ-বিজ্ঞান বিভাগের গ্রহ বিজ্ঞানী অ্যালান হিল্ডব্র্যান্ড ও তার সহকর্মীরা পরীক্ষা-নিরীক্ষা করে বিধ্বস্ত খণ্ডটি উল্কাপিণ্ড বলে নিশ্চিত করেন।
কানাডার দক্ষিণাঞ্চলে মাঝে মাঝে উল্কাবৃষ্টি হয়। মহা আকাশ থেকে কক্ষচ্যুত হয়ে নেমে আসা উল্কাখণ্ডটি দেশটির গণমাধ্যমজুড়ে স্থান পায়।