শৈলকুপায় সমা‌জিক দ্ব‌ন্দের জে‌রে ভাংচুর হওয়া প্রাধানমন্ত্রীর উপহারের ঘরে উঠতে পারেনি ২টি পরিবার

Share Now..

শৈলকুপা প্রতিনি‌ধি:

ঝিনাইদ‌হের শৈলকুপা উপ‌জেলায় সমা‌জিক দ্ব‌ন্দের জে‌রে ৩ মাসেও প্রাধানমন্ত্রীর উপহারের ঘরে উঠতে পারেনি ২টি পরিবার। জানা যায়, উপ‌জেলার দামুক‌দিয়া গ্রা‌মে গত ২৬জুলাই সন্ধায় আওয়ামী লী‌গের দুগ্রুপের স‌হিংসতায় প্রতিপক্ষের হামলায় নিহত হন উ‌কিল মৃধা নামে এক ব্যক্তি। এ হত‌্যা কা‌ন্ডের পরপরই গ্রাম‌টি‌তে ১টি দূর্যোগ সহনীয় ঘর ও জমি আছে ঘর নেই প্রকল্পের ১টি ঘরসহ প্রায় ১০০ বা‌ড়ি ঘর ভাঙ্গচুর ও লুটপাট করা হয়। উপজেলা প্রসাশন কর্তক বরাদ্দকৃত এই ঘর ২টির মালিক উপজেলার দামুকদিয়া গ্রামের কা‌সেদ আ‌লির পুত্র আবু ক‌ালাম ও ছ‌লিম উ‌দ্দিন শেখের পুত্র ও‌হিদুল ইসলাম।
দূর্যোগ সহনীয় ঘরের মালিক আবু কালাম বলেন, আমরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছিলাম কিন্তু সামাজিক কোন্দলে প্রতিপক্ষরা আমার ঘর ভেঙ্গে দিয়েছে সেই সাথে জানালা দরজা নিয়ে চলে গেছে। আমি এখন পরিবার পরিজন নিয়ে ঘরে বসবাস করতে পারছি না।
স্থানীয়রা জানান, এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে থানা পু‌লিশ এক‌টি অস্থায়ী ক‌্যাম্প স্থাপন ক‌রে পালক্রমে বি‌ভিন্ন পুলিশ অ‌ফিসার ও ফোর্স ডিউ‌টি কর‌তো । কিছু‌দিন আ‌গে পু‌লিশ প্রত‌্যাহার করা হ‌লে প্রতিপক্ষরা শুরু ক‌রে তান্ডব । এ তান্ড‌বে ৩ মাস আগে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উপহা‌রের এই ঘর দুটি ভেঙ্গে দেওয়া হয়।। ঘরের জানালা দরজা , ভিত‌রের বৈদু‌্যতিক ওয়া‌রিং এর তার ও অন্যান্য মালামাল লুটপাট ক‌রে করে নিয়ে যায় প্রতিপক্ষরা। দীর্ঘদিন ধরে উপজেলার দামুকদিয়া গ্রামের বকুল মোল্লা ও একই গ্রামের উকিল মৃধার মধ্যে বিরোধ চলে আসছিল।
শৈলকুপা থানার বিদায়ী অ‌ফিসার ইনচার্জ জাহা‌ঙ্গির আলম জানান এ ব‌্যাপা‌রে এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে । আসামী‌দের আট‌কের অ‌ভিযান অব‌্যাহত আ‌ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা বলেন, খবরটি আমি এইমাত্র শুনলাম। প্রধানমন্তীর ঘর শুধু না কোন ঘরই এভাবে ভেঙ্গে দেওয়া কাম্য নয়। আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *