মহেশপুরের পান্তাপাড়ায় নৌকা প্রতিকের প্রার্থী ইসমাইল হোসেনের মটর সাইকেলের বিশাল শো-ডাউন
মহেশপুর প্রতিনিধিঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮শ’ মটর সাইকেল নিয়ে পুড়ো ইউনিয়নে বিশাল শো-ডাউন দিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী ইসমাইল হোসেন।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন মটর সাইকেলের শো-ডাউনটি নিয়ে গাবতলা পাড়া,ঘুগরী,হুসরখালি,মানিকদিহি,শ্যামবাজার,রঘুনাথপুর,বাজিপোতা,পান্তাপাড়া,পীরগাছাসহ বিভিন্ন এলাকায় তার নৌকা প্রতিকে ভোট চেয়ে ঘুড়েছেন।
মটর সাইকেলে শো-ডাউনে উপস্থিত ছিলেন পান্তাপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ,সেস্বাসেবকলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্যঃ বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিক নিয়ে ইসমাইল হোসেন পর পর দুই বার মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।