দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের শৈলকুপা অভিযান
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এবং ঠিকাদারের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া হতে লাঙ্গলবাঁধ পর্যস্ত ২৬ কি.মি. রাস্তা সংস্কারে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অনৈতিক ভাবে রাস্তার পাড় কাটার তদন্ত শুরু করেছে। পত্রিকায় প্রকাশিত অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশনের যশোর অফিসের সহকারী পরিচালক মোহাঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম শৈলকুপা পরিদর্শন করেন। দুদক টিম সরেজমিনে উক্ত রাস্তাসহ প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং কাজের মান যাচাই করেন। সরকারি নিয়ম অনুযায়ী নতুন সামগ্রীর সাথে একটি নির্দিষ্ট পরিমাণ পুরাতন সামগ্রী মিশানোর অনুমোদন আছে বলে তদন্ত টিম জানান। তবে শৈলকুপা উপজেলার শেখপাড়া হতে লাঙ্গলবাঁধ পর্যস্ত কাজের অগ্রগতির দালিলিক প্রমাণের সাথে বাস্তব অবস্থার অমিল রয়েছে বলে টিমের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মাণ হয়েছে। এনফোর্সমেন্ট টিম মনে করে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীর মনিটরিংয়ের অভাবে নিম্নমানের কাজ করছে ঠিকাদার। জানা গেছে, ঠিকাদারকে কাজের বিপরীতে ইতোমধ্যে প্রায় ১৮ কোটি টাকা প্রদান করা হয়েছে। অভিযোগ উেেঠছে, ৮৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত সড়ক নির্মাণ কাজে অফিসের কোন তদারকী ছাড়াই ঠিকাদার উচ্ছামতো করে যাচ্ছেন। এই নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হলে দুদক তদন্তের উদ্যোগ নেয়।