জম্মু ও কাশ্মিরে দিপাবলি উদযাপিত
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে উদযাপিত হলো দিপাবলি। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনায় এবারের উৎসব উদযাপিত হলো।
দিপাবলি উপলক্ষ্যে শ্রিনগরের মন্দিরে আলো জ্বেলে উৎসব উদযাপন করে। সেইসঙ্গে বস বাড়িতেও সবাই বিভিন্ন আয়জনের ব্যবস্থা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বিভিন্ন ছবিতে দেখা যায়, কাশ্মিরের মুসলিমরাও দিপাবলিতে ঘরে আলো জ্বেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। এমনকি তারা তাদের হিন্দু ও শিখ বন্ধুদের সঙ্গেও কুশল বিনিময়ের ছবি শেয়ার করেছেন।
মুসলিমদের দিপাবলিতে অংশগ্রহণ প্রসঙ্গে কাশ্মিরের পণ্ডিত আশোক ভাট বলেন, তাদের উষ্ণ অভ্যর্থনা সবসময়েই আমাদের উৎসবের অংশ ছিলো। দিপাবলি উপলক্ষ্যে আমি নিজেই অসংখ্য মুসলিম বন্ধু থেকে ফোন পেয়েছি। তারা আমার সঙ্গে কুশল বিনিময় করেছে। দিপাবলির শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া বেশ কিছু মুসলিম বন্ধু এই উৎসব উপলক্ষ্যে আমার বাড়িতেও এসেছে।