কালীগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জীবানুনাশক বিতরণ করা হচ্ছে। গত ৭ নভেম্বর সোমবার থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব স্বাস্থ্য উপকরণ বিতরণ শুরু হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্দ্যোগে এবং এ্যালাইন্স ফর কোঅপারেশন এন্ড লিগাল এইড বাংলাদেশ (একলাব) ঢাকার সহযোগীতায় উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে এই স্বাস্থ্য উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সচেতন করার কর্মসূচী পালিত হচ্ছে।
মঙ্গলবার উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। এসময় তিনি বলেন, করোনা তো একেবারে চলে যায়নি। কমলমোতি শিক্ষার্থীদের আগে সুরক্ষা দিতেই এমন উদ্যোগ। তাছাড়া স্বাস্থ্য সচেতনতা বাড়লে বিভিন্ন রোগ থেকে আমাদের সন্তানরা নিরাপদে থাকবে বলে যোগ করেন।
বেসরকারী উন্নয়ন সংস্থা সোনার বাংলা ফাউন্ডেশনের পরিচালক শিবু পদ বিশ^াস জানান, কোভিড-১৯ মহামারিতে ঝুকির মধ্যে রয়েছে দেশের কমলমতি শিক্ষার্থীরা। তারা আমাদের ভবিষৎ, তাই তাদের নিরাপদ রাখতেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীদের হাতে এই স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে। আগামি ৬ মাস পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলবে।