পরিবর্তন আসছে পাকিস্তানের মিডল অর্ডারে

Share Now..

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৩-ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অলরাউন্ডার ইফতিখার আহমেদকে বেছে নিয়েছে পাকিস্তান। ১৮ জনের বিশ্বকাপ স্কোয়াড থেকে ১৭ জনকেই এই সিরিজে রেখেছে দেশটি। এমন তথ্য জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স যেমন ছিলো তাতে পরিবর্তন আনাটা খুবই স্বাভাবিক। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, উঠতি প্লেয়ারদের পারফর্ম করার ও আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়ার জন্য এই সিরিজ থেকে নিজেই সরে গেছেন মোহাম্মদ হাফিজ।

এদিকে অভিজ্ঞতার কথা বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে না পারা ইফতিখার যোগ হয়েছে পাকিস্তানের বর্তমান স্কোয়াডে। ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে গড় রান রেট ৫৪.৫০। ১৪৫.৯৮ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৬৫৪ রান।

মিডল অর্ডারে ইফতিখারের সাথে পাকিস্তান পাবে হায়দার আলি ও খুশদিল শাহকেও। বিশ্বকাপে বেঞ্চ গরম করা প্লেয়াররা বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাওয়ার ভাল সম্ভাবনা আছে।

বাংলাদেশের বিপক্ষে ৩-ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান ২-ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান স্কোয়াড: বাবর আজম(অধিনায়ক), শাদাব খান(সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ্, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ্ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *