বাংলাদেশ সহজ প্রতিপক্ষ নয়: বাবর আজম

Share Now..

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাপক ভড়াডুবির পর আবারও ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আগামীকাল (১৯ নভেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে, সম্পূর্ণ বিপরীত অবস্থানে পাকিস্তান দল। তারা অপরাজিত থেকে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। তাদের ক্রিকেটাররাও দুর্দান্ত ফর্মে আছেন। সেই দলটিই বাংলাদেশে এসেছে।

আর বাংলাদেশে দলে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকা ছয় জনকে যুক্ত করা হয়েছে। অভিজ্ঞ বলতে কেবল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে নেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও সাইফউদ্দিন। বাদ পড়েছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও লিটন দাস। ফলে এক রকম অনভিজ্ঞ দল নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ বাহিনী।

তবে বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ পাকিস্তান। আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক বাবর আজম সেই কথাই জানালেন। তিনি বলেন, ‘বাংলাদেশ মোটেই সহজ প্রতিপক্ষ নয়, বিশেষ করে ঘরের মাঠে। আর সেটা তারা সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে করেও দেখিয়েছে।’

পাকিস্তান দল নিয়ে বাবর আজম বলেন, ‘ক্রিকেটে মোমেন্টাম খুবই জরুরি। এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের যে মোমেন্টাম ছিল সেটা ধরে রাখবো। আমার নিজের ফর্ম নিয়ে আমি আত্মবিশ্বাসী এবং এখানে আরও ভালো করার চেষ্টা করবো। আমি সবসময়ই শেখার জন্য প্রস্তুত থাকি এবং অনুশীলনে একটু বেশি পরিশ্রম করার চেষ্টা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *