বাংলাদেশের মান রক্ষার লড়াই
বাংলাদেশের মলিন পারফরম্যান্সে সিরিজকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। করোনা মহামারিতে দীর্ঘ বিরতির পর দর্শকরা গ্যালারিতে ফিরলেও বাংলাদেশ দলটা মাথা তুলে দাঁড়াতে পারছে না। টি-টোয়েন্টিতে টানা হারের মিছিলে দলটাই দুর্বিপাকে পড়ে গেছে। বিশ্বকাপসহ সাত ম্যাচের পরাজয়ে এখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষের দুয়ারে বাংলাদেশ দল।
ইতোমধ্যে দুই ম্যাচ জিতে সিরিজটা বগলদাবা করে নিয়েছে পাকিস্তান। আজ শেষ ম্যাচে সান্ত্বনার জয়ের খোঁজেই মাঠে নামবে বিপর্যস্ত টাইগাররা। মান রক্ষার জয়টা ধরা দিবে কি না, বলা কঠিন। তবে লড়াই জমাতে হলে ২২ গজে নিজেদের পারফরম্যান্সে বড়সড় উন্নতি আনতে হবে মাহমুদউল্লাহ বাহিনীকে। বিশেষ করে ব্যাটিংয়ে বড় স্কোর গড়তেই হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
মুস্তাফিজুর রহমানের ভক্ত রাসেলে পাগুলে কাণ্ডে গতকাল দুই দলের করোনা পরীক্ষা হয়েছে। সবাই নেগেটিভ রিপোর্ট পাওয়ায় স্বস্তি ফিরেছে দুই শিবিরে। নির্ভার পাকিস্তান আজ খেলতে নামবে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে। জয়ের লক্ষ্যে অবিচল তারা। তবে
আজ সকালে ফিটনেস টেস্ট উতরাতে না পারলে সাইড বেঞ্চে থাকতে হবে ইনজুরিতে পড়া নাঈম শেখ ও শরীফুলকে। সেক্ষেত্রে তরুণ পারভেজ হোসেন ইমনের অভিষেক হয়ে যেতে পারে। গতকাল দল সূত্রে জানা গেছে, অভিষেকের আলোচনায় আছে পেসার শহীদুল ইসলামের নামও। দুই ম্যাচে ব্যর্থ হওয়া সাইফ হাসানকে টেস্ট দলের অনুশীলনে পাঠিয়ে দেওয়া হয়েছে।