যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

Share Now..

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কে দাওয়াত দিলো, না দিলো এগুলো বিষয় নয়। গণতন্ত্র অন্য কেউ শেখাবে না, আপনার দেশের লোকই গণতন্ত্র শেখাবে।’

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে একসময় গণতন্ত্র ছিলো না, এ দেশের লোকই গণতন্ত্র ফিরিয়ে এনেছে। আগামীতে এই গণতন্ত্রকে আরও পরিপক্বতা অর্জনের জন্য আমরাই চেষ্টা করবো। অন্য কেউ করতে পারবে না। আর আমেরিকায় দেখলেনই তো গণতন্ত্রের নমুনা। সুতরাং আর কাদেরকে দাওয়াত দিয়েছে সেগুলো আর দেখছি না। কাকে দাওয়াত দেবে না দেবে সেটা তাদের দায়-দায়িত্ব।’

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘সম্মেলন তো শত শত হয় দুনিয়াজুড়ে। নতুন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন খুব কষ্ট করে হোয়াইট হাউসে এসেছেন। যা ঝামেলা হয়েছিল, আপনারা জানেন না? এখনও ক্যাপিটালে (কেইস নিয়ে) ঝামেলা যাচ্ছে। এ রকম একটা পরিপক্ব গণতান্ত্রিক দেশ আমেরিকা, সেখানেই ঝামেলা হয়েছে। আমরা সেদিক থেকে ভালো আছি। আর গণতন্ত্র অন্য কেউ শেখাবে না, আপনার দেশের লোকই শেখাবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা গত অনেক বছরে খুব স্থিতিশীল গণতন্ত্র। সব দেশেই কিছু দুর্বলতা আছে। এ দুর্বলতাকে সামনে নিয়ে আমরা দিনে দিনে যাতে আরও ভালো করতে পারি, আমরাই ঠিক করবো। অন্যের ফরমায়েশে ভালো হয় না। এইগুলো শুধু মুখে বললেই হবে না। এইজন্যে মানসিকতা দরকার। আমাদের দেশে সহনশীলতা আরও বাড়াতে হবে। এটার একটু অভাব পরিলক্ষিত হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *