বাংলাদেশি বোলারদের হতাশ করে দারুণ শুরু পাকিস্তানের
চট্টগ্রামের উইকেটটা যেন হঠাৎ করেই ব্যাটিং পিচ বনে গেছে। দিনের দ্বিতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তানের কোনো উইকেট যে এখনো তুলে নিতে পারেনি বাংলাদেশি বোলাররা। অথচ, প্রথম সেশনেই স্বাগতিকদের ৬টি উইকেট তুলে নিয়েছিল সফরকারীরা।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের (২৭ নভেম্বর) প্রথম সেশনেই বাংলাদেশকে ৩৩০ রানে অলআউট করে দেয় পাকিস্তান। লাঞ্চ বিরতির পর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামে তারা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছেন দলটির দুই ওপেনার আবিদ আলি ও আবদুল্লাহ শফিক। এর মধ্যে আবিদ আলি ৫২ ও শফিক ২৭ রানে অপরাজিত আছেন।
চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের একাদশে থাকা চারজন বোলারই বল করেছেন। কিন্তু কেউই সফল হতে পারেননি। এর মধ্যে পেসার আবু জায়েদ রাহী ৬ ওভারে ২০ রান, ইবাদত হোসেন ৮ ওভারে ২১ রান, স্পিনার তাইজুল ইসলাম ৯ ওভারে ১৬ রান এবং মেহেদি মিরাজ ৬ ওভারে ২২ রান দিয়েছেন।