পরীমণি এবার রাবেয়া!

Share Now..

গত দেড় মাস ধরেই পরীমণিকে নিয়ে চলছে নানান আলোচনা। গুঞ্জন ছিলো, ডজন খানেক সিনেমায় কাজ করার। এর মধ্যে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা অন্যতম। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) গুঞ্জন সত্যি হলো। গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন পরীমণি।

‘গুনিন’ ছবির শুটিং শুরু হবে আগামী অক্টোবরে। এতে রাবেয়া চরিত্রে অভিনয় করবেন পরী। আজ রাজধানীর একটি রেস্তরায় বসে চুক্তিবদ্ধ হন পরীমণি।
পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘আমি জেল থেকে যেদিন বের হই সেদিনই এই প্রস্তাব পাই। এটি আমার জন্য ছিল সেরা উপহারের মতো। আশা করছি কাজটি ভালো হবে।সিনেমা প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পরীকে পেয়ে আমি হ্যাপি। ওর সঙ্গে আগেও কাজ করেছি। আশা করছি রাবেয়া চরিত্রটি নতুন মাত্রা পাবে পরীর মাধ্যমে। কারণ, ছবির মূল চরিত্রই এটি।প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রযোজনায় রয়েছে একটি ওটিটি প্লাটফর্ম। এতে আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম ও শরীফুল রাজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *