অস্ট্রেলিয়া টেস্ট দলের নেতৃত্বে আসছেন কামিন্স-স্মিথ
আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। সেই ধারাবাহিকতায় টিম পেইনকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিল অজিরা। কিন্তু যৌন কেলেঙ্কারির পুরনো একটি ইস্যু নতুন করে সামনে আসায় নেতৃত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন টিম পেইন। এমতাবস্থায় নতুন দলপতির সন্ধানে নেমেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বুধবার (২৪ নভেম্বর) সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেস্ট অধিনায়ক পদের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে সাক্ষাৎকার দিয়েছেন পেস বোলার প্যাট কামিন্স। এছাড়া সহ-অধিনায়ক পদের জন্য স্টিভ স্মিথেরও সাক্ষাৎকার নেওয়া হয়েছে।
এর আগে বল টেম্পারিংয়ের অভিযোগে ২০১৮ সালে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তৎকালীন অজি দলের সব ফরম্যাটের অধিনায়ক স্টিভ স্মিথ। পরে তার জায়গায় টিম পেইন দায়িত্ব পান।