আজ তাসনুভা তিশার বিয়ে
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান সারেন তিনি। তখনই জানিয়ে দেন সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে ২ ফেব্রুয়ারি ঘর বাঁধতে চলেছেন তিনি। সে অনুযায়ীই বুধবার (০২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় তিশা-আসকারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এর আগে সোমবার (৩১ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। এতে নেচে-গেয়ে অতিথিদের সঙ্গে মুগ্ধতা ছড়ান কনে নিজেও।
হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও অভিনেতা মনোজ প্রামাণিকসহ শোবিজের অনেকেই।
তিশা জানান, ২০২০ সালের ডিসেম্বরে আসকারের সঙ্গে তার পরিচয়, এরপরই তাদের ঘনিষ্ঠতা ও প্রেম হয়। দুই পরিবারকে বিষয়টি জানানোর পর সম্মতি পেয়ে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।
এটি তিশার তৃতীয় বিয়ে। এর আগে ভালোবেসে ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর ফারজানুল হকের সঙ্গে ঘর বাঁধেন তিনি। তবে চার বছরের মাথায় এই সংসার ভেঙে যায়। তার আগেও এই অভিনেত্রীর আরেকটি সংসার ছিল।