ইমরান খান গ্রেফতার ১৪ দিনের রিমান্ড চাইবে এনএবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ১৪ দিন রিমান্ডের আবেদন করবে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। রিমান্ড মঞ্জুর হলে ইমরান খানকে বেশ কয়েকদিন তাদের হেফাজতে রাখা হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এনএবি’র এক কর্মকর্তা বলেছেন, ইমরান খানকে বুধবার (১০ মে) অ্যাকাউন্টিবিলিটি আদালতে হাজির করা হবে। আমরা তাকে (ইমরান খান) অন্তত চার থেকে পাঁচ দিন আমাদের হেফাজতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
রিমান্ডের বিষয়ে এই কর্মকর্তা বলেন, ‘আমরা সর্বোচ্চ ১৪ দিনের ফিজিক্যাল রিমান্ডের জন্য আদালতে আবেদন করব। আদালত অন্তত চার থেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা হচ্ছে।’
ইমরান খান সম্পর্কে তিনি জানান, পিটিআই চেয়ারম্যানকে ‘আরামদায়ক’ পরিবেশে রাখা হয়েছে। তার সঙ্গে ‘কঠোর আচরণ’ করা হবে না। তাকে কেবল এই মামলায় জড়িত থাকার এবং আর্থিক সুবিধা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
পিটিআই চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট থেকে গ্রেফতার করা হয়। তার ক্ষুব্ধ সমর্থকরা বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
Join the battle and dominate in our online games! Lucky Cola
Epic battles, powerful rewards—play now and win big! Lucky Cola
New challenges, new rewards—play now and explore! Lucky Cola