কালীগঞ্জে সহিংসতা পরিহারে বিএনপি’র প্রচারণা

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম হামিদ দেশের চলমান পরিস্থিতে সবাইকে শান্ত থাকার আহŸান জানিয়ে কালীগঞ্জ শহরে মাইকিং ও ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে উৎসাহ জানিয়ে মিছিল করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টায় শহরে প্রচার মাইক ব্যবহার করে সবাইকে সংঘাত পরিহার করে শান্ত থাকার জন্য আহŸায়ন জানান তিনি। এরপর সকাল ১১ টায় ফয়লা রোডের দলীও কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের মেইন বাসস্ট্যান্ড হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে নানা রকম ¯েøাগান দিতে থাকে বিএনপি নেতাকর্মীদের। মিছিল শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক হামিদুল ইসলাম বলেন, দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এখন এ স্বাধীনতাকে ধরে রাখার দায়িত্ব আমার আপনার সবার। সবাই সহিংসতা পরিহার করুন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কারো বাড়ি বা প্রতিষ্ঠানে হামলা করবেন না। তাদের দিকে খেয়াল রাখুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *