কোটচাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত
কোটচাঁদপুর সংবাদদাতা
শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ডের ন্যায় বিচার,শান্তি ও প্রগতির পথে আলো অধ্যায়, এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের (৫৯) তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে নানা আয়োজনে ‘শেখ রাসেল দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন নানা শ্রেণী পেশার মানুষ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে ও কৃষি সম্পসারন অফিসার হুমায়ন কবিরের সঞ্চালনায় সেমিনারে কেন্দ্রীয় মূল উদ্বোধনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগর সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, মডেল থানার অফিসার ইনর্চাজ মইন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ । শেষে শেখ রাসেল দিবসের কেক কাটা ও বিশেষ দোয়া এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Victory awaits Are you ready to claim it Lucky Cola