কোটচাঁদপুরে ৭দিন ব্যাপি বই মেলা উদ্বোধন

Share Now..

কোটচাঁদপুর সংবাদদাতা

কোটচাঁদপুর প্রগতিশীল নাগরিক সমাজ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিন ব্যাপি বই মেলার উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই মেলা উদ্বোধন করেন ঝিনাইদহ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল।

প্রগতিশীল নাগরিক সমজের সভাপতি শরীফুজ্জামান আগা খান এর সভাপতিত্বে কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালক বিদ্যালয় চত্বরে ১৮তম এ বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেসা মিকি। পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, সহ-সভাপতি লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম, সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান প্রমুখ।
বই মেলায় ১৩ টা বইয়ের স্টোল স্থান পেয়েছে। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের খাবার,সহ রকমারি দোকান। উদ্বোধনী দিনে মানুষের ঢল নেমেছিল বই মেলায়।
বই মেলায় প্রতিদিন থাকবে নাটক,গান,কবিতা,নৃত্য সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভা,এমনটাই জানিয়েছেন কোটচাঁদপুর প্রগতিশীল নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *