ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনায় গ্রেফতার ৮

Share Now..


রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) ক্রিমিয়া ব্রিজে সাম্প্রতিক হামলায় জড়িত আট সহযোগীকে গ্রেপ্তার করেছে। এফএসবি বুধবার (১২ অক্টোবর) রাশিরা সংবাদ মাধ্যম তাসকে এ কথা জানায়।এফএসবি বলেছে, ‘এখন পর্যন্ত হামলায় জড়িত থাকায় পাঁচ রাশিয়ান নাগরিক এবং তিন ইউক্রেনীয় ও আর্মেনিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রতিবেদনে বলা হয়, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সঙ্গে অন্তত ১২ জন সহযোগীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজন ইউক্রেনীয়, ২ জন জর্জিয়ান এবং একজন আর্মেনীয় নাগরিকও রয়েছেন।

তারা প্রথমে বুলগেরিয়া থেকে বিস্ফোরক জর্জিয়ায় এবং পরে আর্মেনিয়ায় সরবরাহের ব্যবস্থা করার পরিকল্পনার পেছনে রয়েছেন।
আরো এক ইউক্রেনিয়ান এবং পাঁচ রাশিয়ান নাগরিকের পরিচয় পাওয়া গেছে, যারা বিস্ফোরক নিয়ে আসতে একটি ভুয়া ক্রিমিয়ান ফার্মের নথি তৈরি করেছিলেন।

One thought on “ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনায় গ্রেফতার ৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *