কয়রায় শিশুশ্রম বন্ধে সচেতনতার লক্ষে র‍্যালী ও আলোচনা সভা।

Share Now..

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

শিশু শ্রম বন্ধ করি সামাজিক
সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ইউনিসেফ সাহায্যপুষ্ট
একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের
আওতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহযোগীতায় কয়রা
উপজেলায়, এপিসি প্রকল্পের সন্ধ্যামালতি, আমরা সবাই, ভোরের
পাখি, সাঝেঁর আলো, বসন্তের কোকিল, দৃষ্টি, শ্যামলী,
সুন্দরবন, শাকবাড়িয়া নদী ও চাঁদের আলো মোট (১০) টি শিশু ও
কি‌শোর-কি‌শোরী ক্লা‌বে শিশুশ্রম বন্ধ করি নিরসনে সচেতনতা
তৈরি করার জন্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরই
ধারাবাহিকতায় গত রবিবার বিকাল ৪ টায় ২নং কয়রা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। এপিসি
প্রকল্পের কয়রার কর্মকর্তা চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর
(সিআরএফ) মোঃ আবু সাঈদ সরদারের পরিচালনায় এতে বক্তব্য
মহিলা ওয়ার্ড মেম্বার শাহানারা খাতুন, সাংবাদিক রিয়াছাদ
আলী, পরিত্রানের মোঃ আলাউদ্দিন, নারী নেত্রী মুর্শিদা
খাতুন,মেজবা উদ্দিন প্রমুখ। সভায় শিশু, কিশোর- কিশোরী ও
অভিভাবকদের শিশুশ্রম নিরসনে সচেতনতার বিষয় সহ বাল্যবিবাহ, নারীনির্যাতন এবং ১০৯, ১০৯৮, ৯৯৯ এর ব‌্যবহারসহ বিভিন্ন শিশু সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক বিষয়ে আ‌লোচনা
অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *